করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৪১ জনের মৃত্যু

0
89

দেশে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজশাহীতে। এ জেলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। অপরদিকে কুষ্টিয়ায়-১৭, খুলনায়-১৪ জন, চট্টগ্রামে-১৪, ময়মনসিংহ-১৪, বরিশাল-১৩, চট্টগ্রাম-১৪, চুয়াডাঙ্গা-১১, নোয়াখালী-৭, রাজবাড়ী ৭, ঝিনাইদহ-৬ ও কুমিল্লায়-৫ জন মারা গেছেন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৮৫ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন।