ঢাকা জেলায় বেড়েছে শনাক্ত-মৃত্যু

0
92

বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকা জেলায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ২ হাজার ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময় মারা গেয়েছিল ২২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩১ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন করে মৃত্যু হয়েছে গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলায়। আর তৃতীয় সর্বোচ্চ ৬ জনের মৃত্যুর হয়েছে কিশোরগঞ্জে।