ধামরাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল তিন শতাধিক পরিবার

0
94

রনজিত কুমার পাল ( বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: শনিবার (১০শে জুলাই ২০২১ ইং)প্রতি বছরের ন্যায় এবারও মানণীয় প্রধানমন্ত্রী দেশের হতদরিদ্রের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রের মাঝে, প্রতি পরিবার কে ১০ কেজি চাউল দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে বর্তমান পরিস্হিতি অনুযায়ী এগুলো কে ৩ টা করে ওয়ার্ডে ভাগ করা হয়। সেই উপলক্ষে ধামরাই ইউনিয়নের বরাদ্দ ৯০৮ টি পরিবারকে দেওয়ার ব্যবস্হা করা হয়।

প্রথম দিন ৩০০ টি পরিবার কে ২য় আরো ৩০০ জন পরিবারকে দেওয়া হয়। তাই আজ ধামরাই ইউনিয়নে ১,২,৩ ওয়ার্ডে চাউল বিতরন করা হয়।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন, মেম্বার গন, ভুক্তভোগী গন। সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ধামরাই উপজেলার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে ধামরাই এলাকার জনগনকে
মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আলহাজ্ব বেনজীর আহামদ এমপি মহোদয় ধামরাইবাসীর কাছে দোয়া চান।