রূপগঞ্জে আগুনে নিহত ও আহতদেরকে ক্ষতিপূরণ দেবে সরকার

0
81

নারায়ণগঞ্জের রুপগঞ্জে আগুনের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। নিহত শ্রমিকদের পরিবারকে শ্রম কল্যাণ ট্রাষ্ট থেকে ২ লাখ ও আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ জুলাই) রাতে আগুনে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড বেভারেজ পরিদর্শনে এসে তিনি একথা জানান।
এসময় তার সঙ্গে ছিলেন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ ও রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে দেয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় যদি মালিকপক্ষের গাফিলতি থাকে বা কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থাকে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসব প্রতিষ্ঠানে শ্রমিক বান্ধব পরিবেশ আছে কিনা তা দেখার দায়িত্ব কল কারখানা অধিদপ্তরের। এর মধ্যেই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।