সাবেক এমপি তোফাজ্জল হোসেন আর নেই

0
82

ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা: ১৯৭৩ সালে তৎকালীন পলাশবাড়ী (রংপুর-২২) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার (৭৩) আর নেই।

বুধবার (০৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের প্রফেসর পাড়ার নিজবাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)।তোফাজ্জল হোসেন সরকার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যার ভুগছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সদরের বৈরী হরিণমারী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।