ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

0
89

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও ১২ জন মারা যায়। করোনা আক্রান্তে মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন, শেরপুরের ২ জন ও নেত্রকোনার ১ জন এবং উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, শেরপুরের ৩ জন, জামালপুরের ৩ জন ও নেত্রকোনার ২ জন রয়েছে।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৭১ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২১ জন। জেলায় ২৪ ঘণ্টায় ৬৪৫ টি নমুনা পরীক্ষায় আরও ২৩৬ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ৩৬.৫৯ শতাংশ।