জামালপুরে করোনা আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

0
81

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জামালপুরে ১দিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩১১টি নমুনা পরীক্ষা করে আরও নতুন করে ৮০ জনের করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।গত ২৪ ঘন্টায় জেলা ৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতদের মধ্যে তাদের নাম পরিচয় জানা গেছে।

এর আগে স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে সরিষাবাড়ি উপজেলায় ৩ জুলাই এক বৃদ্ধের মৃত্যু সকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। দুপুরে আরও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। এ নিয়ে জেলায় মৃত্যুসংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে শনাক্তের হার ২৫ দশমিক ৭২ শতাংশ। যা জেলার অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে।

জেলা সিভিল সার্জনের গণমাধ্যমকে দেওয়া সর্বশেষ তথ্য মতে করোনায় মৃত ওই চারজন হলেন- জামালপুর সদরের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৯৫), পৌরসভার আব্দুল মোতালেব (৫৫) ও সরিষাবাড়ির মোজাম্মেল হক (৯০)। মেলান্দহের হাজী মজিবর রহমান (৮০)। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ৫ জুলাই করোনায় আক্রান্ত হন। এরপর বাড়িতে গতকাল রাত ২.৫০ মিনিটে তিনি মারা যান। জামালপুর সদরের তালতলা গ্রামের আব্দুল মোতালেব গতকাল ৬ জুলাই করোনায় আক্রান্ত হন। তিনি জামালপুর জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১.৫০ মিনিটে মারা যান।

সরিষাবাড়ী উপজেলার বগাড়পাড় মধ্যপাড়া বৃদ্ধ মোজাম্মেল হক ৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক আজ সকাল ৮টা মারা যান। এছাড়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের হাজী মজিবর রহমান করোনায় ২৮ জুন আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ জুলাই দিবাগত গভীর রাতে ৭ জুলাই রাতের প্রথম প্রহরে মৃত্যু বরণ করেন।