৯১ দেশের জাতীয় সংগীত মুখস্থ করেছেন বলে দাবি কিশোরের

0
83
৯১ দেশের জাতীয় সংগীত মুখস্থ করেছেন বলে দাবি কিশোরের

৯১ দেশের জাতীয় সংগীত মুখস্থ করেছেন বলে দাবি করেছেন এক কিশোর। অথর্ব অমিত মুলে নামে ওই কিশোর ভারতের গুজরাটের বাদোদারার বাসিন্দা। তিনি বলেন, আমি পাকিস্তান, আফগানিস্তান এবং যুক্তরাজ্যসহ ৯১ দেশের জাতীয় সংগীত মুখস্থ করেছি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

১৮ বছর বয়সী এই কিশোর এখন ক্লাসিক্যাল মিউজিক শিখছেন। অমিত বলেন, যেহেতু আমরা বসুদৈব ‍কুটুম্বাকামে বিশ্বাস করি তাই আমি মনে করি আমার উচিত অন্যান্য দেশেরও জাতীয় সংগীত মুখস্থ করা। নিজের কাজের স্বীকৃতি হিসেবে গত ৬ মার্চ দেশীয় সম্মাননাও পেয়েছেন অমিত।

ওই স্বীকৃতি অনুযায়ী, কাতার, সিরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন, নিউজিল্যান্ডসহ ৬৯টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন অমিত। তবে অমিতের দাবি এখন তিনি ৯১টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন।

অমিত বলেন, আমার পরিবারের সদস্যরা ক্লাসিক্যাল মিউজিকের চর্চা করে। আমার মা, নানা-নানী এবং মামা পেশাদার ক্লাসিক্যাল সংগীত শিল্পী। আমি কর্ণাটিক মিউজিক শিখছি এবং বীণা বাজাতে পারি। অনেকটা কৌতূহল থেকেই আমি অন্যান্য দেশের সংগীত সম্পর্কে জানতে জাতীয় সংগীত শেখা শুরু করি। এভাবেই আমি বিভিন্ন দেশের জাতীয় সংগীত শিখেছি।