খুলনার অলিগলিতেও টহল জোরদার করা হবে: জিওসি

0
81

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি: যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার বলেছেন, করোনা মোকাবিলায় খুলনা অঞ্চলের ১১ জেলায় প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও সেনাবাহিনীর টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

যেখানে জনসমাগম বেশি সেখানে গিয়ে কার্যকরী টহল প্রদানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি ৪ জুলাই রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা বিভাগীয় প্রশাসন, পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এর আগে তিনি খুলনায় লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন।

বৈঠকে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড: খন্দকার মহিদ উদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, র‌্যাব – ৬ এর কমান্ডিং অফিসার লে: কর্নেল রওশনুল ফিরোজ, পুলিশ সুপার মাহবুব হাসান এবং সেনাবাহিনীর ও পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।