চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

0
79

ফেরদৌস সিহানুক শান্ত ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। আজ রোববার দুুপুরে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জনৈক মশিউর রহমানের বাড়ীর পিছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য নয় লক্ষ এক হাজার টাকা।

তিনি আরো জানা, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।