রামেকে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

0
208

প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ছিল। বাকি ৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২, নওগাঁর ও পাবনার ১ জন করে। করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৯ জুন রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল।