মির্জাগঞ্জে অবৈধ ভাবে চলছে পশুর হাট!

0
139

মোঃ রনি খান, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার সংলগ্ন অবৈধ ভাবে সপ্তাহে মঙ্গলবার হাট বসিয়ে নিয়মিত চলছে পশু ক্রয়-বিক্রয় । নির্ধারিত হাটের পরিবর্তে অতিরিক্ত হাট বসিয়ে পশু বিক্রি করায় একদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব অন্যদিকে লোকসানে পড়ছে নির্ধারিত পশুর হাটের ইজারাদাররা এবং দূষিত হচ্ছে পরিবেশ।

বুধবার (৩০ জুন) নির্ধারিত হাটের ইজারাদাররা অবৈধ পশুর হাটটি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে সুত্রে জানা যায়, মহিষকাটা টোল বাজারের ইজারা নিয়ে একই সাথে অবৈধ ভাবে গো-হাট বসিয়ে নিয়মিত ভাবে পশু বেচা-কেনা করছে মোঃ আসাদুজ্জামান সোহাগ। এতে পশু বিক্রয় কমেছে নির্ধারিত হাটের। আর্থিক ভাবে লোসকানে পড়ছে ইজারাদাররা।

সুবিদখালী গো-হাটের ইজারাদার মোঃ ইলিয়াস হোসাইন জানান,তারা নামে মাত্র খাজনা নেওয়ায় পশু বিক্রেতারা আমাদের হাটে না এসে অবৈধ ওই হাটে ভীর জমায়। লাখ লাখ টাকা দিয়ে ইজারা নিয়ে আমরা বিপাকে পড়েছি।

অভিযুক্ত মহিষকাটা টোল বাজারের ইজারাদার মোঃ আসাদুজ্জামান সোহাগ বলেন, এ পশু হাটের কোন ইজারা নেওয়া হয় নি।

আমড়াগাছিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি এ.টি.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয় আমার কিছু জানা নাই। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, অবৈধ হলে হাটটি বন্ধ করে দেওয়া হবে।