বীরগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

0
79

এন আই মিলন,স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে ২০২০-২০২১ অর্থ বছরে ২০২১-২০২২/খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। তিনি উদ্বোধন কালে কৃষকদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করোনা কালীন সময়ে কৃষকদের চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় এ উপজেলায় ৮৩০ জন কৃষকের মাঝে ২ কেজি হাইব্রিড ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার ও ৭৯০ জন কৃষককে ৫ কেজি উফশি জাতের ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হবে।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, রতন ঘোষ পিযুষ ও মোঃ আরমান আলী সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা।