উল্লাপাড়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
203

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম বর্ষ পদার্পণে শুভ কামনা জানিয়ে উল্লাপাড়া পৌরশহরের ফুডপার্ক রেষ্টুরেন্টে বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে পালিত হলো পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী। গত ৬ জুন পত্রিকাটি ১৫ পেরিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় সংবাদদাতা আনিছুর রহমান লিটনের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস,এম নজরুল ইসলাম।

কেক কর্তনের পূর্বে আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল- আমিন হোসেন সরকার, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ফিরোজ, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার সংবাদদাতা এ,আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মাই টিভি’র উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রেজাউল করিম বাচ্ছু, দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ সাহেব আলী, দৈনিক মানবজমিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি রাজু আহমেদ সাহান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আল আমিন হোসেন প্রমুখ। এ সময় দৈনিক যায়যায়দিন পত্রিকা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিকে ধন্যবাদ জানান।