প্রাণের জামালপুরের “বৃক্ষ রোপন” কর্মসূচী

0
185

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: পরিবেশের বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুমে প্রাণের জামালপুরের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করা হয়েছে।

এ উপলক্ষে বেশকিছু ফল ও ঔষধি গাছ রোপন করা হয়। ২২ জুন থেকে ২৯জুন মঙ্গলবার সপ্তাহ ব্যাপী এই কর্মসূচির কার্যক্রম পালন করা হয়। শহরের বিভিন্ন স্থানসহ জামালপুর শহরের জামিয়া ইনাআমিয়া মারকাজুল উলূম মাদ্রসা প্রাঙ্গণে কাজির আখ,পৌর কবরস্থান রোড জামালপুরে বৃক্ষ রোপন করা হয়।

এ সময় প্রাণের জামালপুরে গ্রুপ ক্রিয়েটর ও এডমিন শাহরিয়ার হাবিব , জাহিদ নূর এমিলি গ্রুপ এডমিন ও মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক সালেহ উদ্দিন আহমেদসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণের জামালপুরে সামাজিক এই কাজের সকলে ভূয়সি প্রশংসা করেন।