আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি মিঠুন

0
94

আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির জনসভায় উসকানিমূলক বক্তব্য পেশ করার অভিযোগ রয়েছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ ফের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, মিঠুনের বিরুদ্ধে কলকাতার মানিকতলা থানায় এফআইআর করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি। সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে গত ৪ জুন মামলা করেন মিঠুন চক্রবর্তী। ১১ জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচারপতি ঘোষ মিঠুন চক্রবর্তীকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেন। সেই অনুযায়ী এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই মিঠুনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নিজের সিনেমার কিছু জনপ্রিয় সংলাপ বলেন মিঠুন। ‘আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ – এইসব জনপ্রিয় সংলাপের প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে আসলে সহিংসতায় উসকানি দিয়েছেন মিঠুন। শুধু ব্রিগেড নয়, পরবর্তীতে বিজেপির বেশ কয়েকটি জনসভাতেও এই সংলাপগুলি বলতে শোনা গিয়েছিল মিঠুনকে।

এর আগে হাইকোর্টের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেছেন মানিকতলা থানার তদন্তকারী পুলিশ আধিকারিক। ১৬ জুন তাকে শেষ জেরা করা হয়। আজ ফের তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে।