শিশুর সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

0
73

শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ ২৮ জুন সোমবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিশুর সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত বিষয়ক কার্যক্রম পরিচালনা উপলক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ এবং দিনাজপুর এপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ দিনাজপুরের প্রিন্সিপাল ব্রাঃকাজল কস্তা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের পিউরীফিকেশন, এসিস্টেন্ড হেড মিস্ট্রেস সিস্টার সন্ধ্যা, এসিস্টেন্ড টিচার সিস্টার মিসরীতি বাস্কে, ভাইস প্রিন্সিপাল ব্রাদার জেমস সরকার, এসিস্টেন্ড হেড মাস্টার ব্রাদার জনি গ্রেগোরি ও ধর্মীয় লিডার (গোবরাপাড়া) মোঃ তানভীর লিটন আহম্মেদ। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে শিশু নিরাপত্তা নিশ্চিতরণ, বাল্য বিবাহ বন্ধের উপর আলোচনা করা হয়। শিশু সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্বারক অনুষ্ঠিত হয়।