সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

0
88

রোববার ৬ হাজারের নিচে নেমে গিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের সূচক। কিন্তু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সূচকের বড় উত্থান দেখা গেছে। একই সঙ্গে সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

১০টা ৪৬ মিনিটে ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১২৯৪ পয়েন্ট ও ২১৮১ পয়েন্টে।

এ সময়ের মধ্যে দাম বেড়েছে ২৭৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৪টি কোম্পানির শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন শুরুর পর সূচকের বড় উত্থান হয়েছে। ১০টা ৪৪ মিনিটে ৯৬ পয়েন্ট বেড়ে সিএএসপিআই সূচক অবস্থান করছে ১৭ হাজার ৪৫৫ পয়েন্টে।