সরকারি-বেসরকারি অফিসে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মী আনা-নেওয়া করা যাবে

0
104

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর কারণে আগামী সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় গণপরিবহন বন্ধ থাকলে সরকারি-বেসরকারি অফিসে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকতে পারবেন। অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেওয়া করা যাবে।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।