জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ

0
105

করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাত দিন কঠোর লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।

শুক্রবার (২৫ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভুত থাকবে।

কঠোর লকডাউনের সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।