‘পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হতে পারে’

0
88

দেশে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা ঠেকানো না গেলে পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. মো. শহীদুল্লাহ।

শুক্রবার তিনি জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বলেন, ‘এখন যা পরিস্থিতি তাতে সংক্রমণ ঠেকানো না গেলে যে অবস্থা হবে তা আমরা কল্পনাও করতে পারছি না৷ ভারতের চেয়েও খারাপ হবে৷ তাই আমরা ১৪ দিনের জন্য পুরো দেশ শাটডাউনের সুপারিশ করেছি৷’

এই শাটডাউন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জরুরি ওষুধ এবং খাদ্য সরবারাহ ছাড়া সব কিছু বন্ধ থাকবে৷ মানুষকে ঘরে থাকতে হবে৷ তা না হলে আমরা এখন যে জীবিকার কথা বলছি, খাদ্যের কথা বলছি, তার জন্য লোক থাকবে না৷ জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে?’

এই বিশেষজ্ঞ বলেন, ‘এর আগে সরকার কখনো লকডাউন, কখনো বিধিনিষেধ আরোপ করেছে৷ কিন্তু কোনোটাতেই কাজ হয়নি৷ কারণ, লকডাউন দিয়ে যদি সব কিছু খুলে রাখা হয় তাহলে তো কাজ হবে না৷ কাজ হয়ও নাই৷ তাই সত্যিকার অর্থে শাটডাউন দরকার৷ এটা ১৪ দিন করতে পারলে সংক্রমণ কমে যাবে৷ স্বাভাবিক হয়ে আসবে৷ বাঁচতে হলে যে-কোনো উপায়ে এটা করতে হবে৷’

দেশে করোনায় আক্রান্তের হার শতকরা ১০-এর নিচে নেমে গিয়েছিল৷ আর প্রতিদিন সংক্রমণের সংখ্যা নেমেছিল এক হাজারের নিচে৷ কিন্তু এখন সংক্রমণের হার ২২.২১ ভাগ আর প্রতিদিন সংক্রমণ প্রায় ছয় হাজার৷ মৃত্যুহার ১.৫৯৷ গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ১০৮ জন, যা এই বছরে দ্বিতীয় সর্বোচ্চ৷ আর শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৬৯ জন৷

এদিকে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ১৪ দিনের শাটডাউনের কথা ভাবছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার চিন্তাভাবনা আমাদের আছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাতে বের হতে না হয় সেজন্য শ্রমজীবী মানুষদের সহযোগিতা করা হবে।