লিবিয়ায় মানবপাচার মামলায় এক আসামির জামিন স্থগিত

0
122

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগে করা মামলায় মোশাররফ হোসেন নামের আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান বৃহষ্পতিবার এ স্থগিতাদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

গত ১৭ জুন হাইকোর্ট মোশাররফ হোসেনকে জামিন দিয়েছিলেন। মোশাররফ হোসেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাইল গ্রামের মৃত হাতেম মাতব্বরের ছেলে। গতবছর ২৫ জুন ফরিদপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গতবছর ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়েছে। এরমধ্যে গতবছর ২৮ মে হবিগঞ্জের বানিয়াচং থানায় করা মামলায় মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।