বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার মতবিনিময় সভা

0
96

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ও বাংলাদেশ নির্বাচন সংস্কার আন্দোলন ও সুস্হ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বুধবার জামালপুর শহরের চামড়া গুদাম মোড়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কংগ্রেসের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন পরিবেশ ও প্রাকৃতিক বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম, এইচ, মজনু মোল্লা, সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আইয়ুব আলী, শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক মেজবাহ উদ্দিন শাকিল, আইটি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ এনামুল হক রতন, হৃদয় ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার শাহরিয়ার হাবিব, জামালপুর সদর উপজেলা কংগ্রেসের নেতৃবৃন্দসহ আরও অনেকে।