ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৪ জনের মৃত্যু

0
91

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন। এদের মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও একজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান  এ সব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদর উপজেলার রেনুা (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) ও ফাতেমা বেগম (২৫) মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ফাতেমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ইউনিটের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এবং বাকিরা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। বুধবার সকাল ১০টা পর্যন্ত কোভিড ইউনিটে মোট ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১১জন রোগী।

তবে প্রতিদিনি করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া রোগীদের পরিসংখ্যান প্রকাশ করতে অপারগতা প্রকাশ করছেন কর্তৃপক্ষ।

এদিকে মঙ্গলবার জেলায় নতুন করে ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী আছেন ৫০৯ জন।