ফের ৪২তম বিসিএস ভাইভা স্থগিত

0
106

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৭ জুন থেকে এ ভাইভা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৬ জুন থেকে ভাইভা শুরু হয়েছিল যা ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ভাইভা স্থগিত করা হলো।

এরআগে, গত ৬ জুন থেকে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ ভাইভা চলার কথা ছিল।

করোনার কারণে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।