চেন্নাইয়ে চার সিংহের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত

0
102

ভারতের চেন্নাই চিড়িয়াখানায় চারটি সিংহের জিনোম সিকুয়েন্স পরীক্ষা করে দেখা গেছে তাদের শরীরে কোভিড-১৯ এর ভয়ানক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট রয়েছে এবং তারা প্যাঙ্গোলিন বংশ বি.১.৬১৭.২- এর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরীক্ষা করার জন্য ভোপালে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজস সেন্টারে ১১টি সিংহের নমুনা পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর মধ্যে ৯টির কোভিড-১৯ পজেটিভ এসেছে এবং তাদের বর্তমানে চিকিৎসা চলছে।

চেন্নাই চিড়িয়াখানায় ইতিমধ্যে দুটি সিংহ মারা গেছে। এর মধ্যে গত বুধবার পথনাথন নামে ১২ বছর বয়সী একটি সিংহ সংক্রামক রোগের কারণে মৃত্যুবরণ করেছে। গত ৩ জুন নয় বছর বয়সী নীলা নামে আরো একটি সিংহ মারা যায়। আরো ১০টি সিংহ হাসপাতালের পশু চিকিৎসক দ্বারা চিকিৎসাধীন।

হায়দ্রাবাদ চিড়িয়াখানায়ও আটটি সিংহের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছিল। অবশ্য সেগুলো এখন সুস্থ হয়ে গেছে।

অত্যন্ত সংক্রামক ভাইরাস ক্যানাইন ডিস্টেম্পারে আক্রান্ত হয়েছিল রাগভে নামে ১৯ বছর বয়সী আরও একটি সিংহ। সেও এখন সুস্থ।