৫০ বোতল ফেনসিডিলসহ ২ নারী আটক

0
86

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল গ্রামের বেলার হোসেনের স্ত্রী পান্না বেগম (৩২) ও আহসান হাবিবের স্ত্রী সুহেদা আক্তার (৩০)।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ফাঁসিতলা বাজার এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বডি ফিটিং অবস্থায় ৫০ বোতল ফেনসিডিলসহ ওই দুই নারীকে আটক করা হয়। তাদের নামে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।