একসঙ্গে এসআই হলেন চবির ৬৮ শিক্ষার্থী

0
80

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ৬৮ জন শিক্ষার্থী।

শুক্রবার (১৮ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে তাদের প্রশিক্ষণ শুরু হয়। সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণে মোট ১২৩১ জন অংশ নেন। চলতি মাস থেকেই তারা পুলিশের বিভিন্ন ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফাহিম হাসান বলেন, ‘প্রশিক্ষণার্থীদের মধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন ছিলাম। খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা। জনগণের অর্থে আমাদের যে বেতন-ভাতা হবে তার বিনিময়ে যেন আজীবন জনগণের পাশে দাঁড়াতে পারি, এ দোয়া চাই।’

এসআই পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হাফিজুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে আমাদের পোস্টিং হয়েছে। এই দেশ ও দেশের জনগণের জানমাল রক্ষার্থে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো।