জৌলস ছড়াচ্ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

0
76

আরিফুল ইসলাম শ্যামল: জৌলস ছড়াচ্ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ক্রমাগতভাবে নানা ভাবেই দিনদিন এক্সপ্রেসওয়ের সৌন্দর্য্য বর্ধন বৃদ্ধি পাচ্ছে। সড়ক দ্বীপ জুড়ে বিভিন্ন জাতের ফুল গাছের সারি ও ওভার ব্রিজে দীর্ঘ ল্যাম্প পোষ্টের বাতির ঝলকানিতে দিন-রাত সমান তালে হয়ে উঠে মহোমানিত। পুরো এক্সপ্রেসওয়ে জুড়ে এ যেন এক অপরূপ সৌন্দর্য্যরে সমারহ। পরিস্কার পরিচ্ছন্ন আর্ন্তজাতিক মানের এক্সপ্রেসওয়ের নজরকারা সৌন্দর্য্যরে জৌলস ছড়িয়ে পড়ছে চার পাশে। দিনে ও রাতে সড়কের জৌলস অগণিত মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে জুড়ে দেখা গেছে, বেস্ততম সড়ক দ্বীপে দেশী বিদেশী জাতের বিভিন্ন ফুল গাছগুলো অনেকটাই এখন বেড়ে উঠছে। এসব গাছে থোকায় থোকায় ফুল শোভা পাচ্ছে। সারা বছরই লাল, বেগুনী, হলুদ, নীল, সাদাসহ অন্যান্য রংয়ের এসব ফুলের সমারহ এক্সপ্রেসওয়েকে নান্দনিক করে তুলেছে। সন্ধ্যা হলেই সড়কের ওভার ব্রিজে ল্যাম্প পোষ্টের বাতি জ্বলে উঠছে।

এসব বাতির আলো এক্সপ্রেসওয়ের চার পাশে রাতের আঁধার কাটিয়ে সড়কের পরিবেশে যোগ হচ্ছে সৌন্দর্য্যরে ভিন্নতা। অনেক দূর থেকে এক্সপ্রেসওয়ের এসব বাতির আলোর সারি দেখতে পাওয়া যাচ্ছে। দেখা গেছে, দিনে ও রাতে সড়কের বিভিন্ন স্থানে গাড়ী রেখে বন্ধু বান্ধব মিলে এক্সপ্রেসওয়ের সৌন্দর্য্য উপভোগ করতে আসছেন। এ সময় লক্ষ্য করা যায়, সন্ধ্যার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় সড়কের বিভিন্ন পয়েন্টে পথচারীর গাড়ী রেখে মোবাইল ফোনে ছবি-সেলফি তুলছেন। কিছুক্ষণের জন্য দাড়িয়ে সড়কের মনোরম পরিবেশে হিমেল বাতাসে গা জুড়াচ্ছেন।

এ সময় শ্রীনগরের ছনবাড়ি এলাকায় সড়কে কয়েক জন দর্শনার্থী বলেন, বন্ধুরা মিলে ঢাকা থেকে মাওয়া যাবেন তারা। সন্ধ্যায় সড়কের মনোরম পরিবেশ তাদের থমকে দিয়েছে। তাই ওভার ব্রিজের কাছে ছবি তুলে কিছুটা সময় পাড় করতে পেরে তারা মুগ্ধ। এছাড়াও দূর-দুরান্ত থেকে ও স্থানীয় অনেকেই পরিবার পরিজন নিয়ে সড়কের নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করতে আসছেন। মহাসড়কের চোখ ধা-ধানো নজরকারা এমন দৃশ্য হাজার হাজার দর্শনার্থীর বিনোদনের মাধ্যম হয়ে উঠছে।