মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অফ অনার; নারীদের না রাখার সুপারিশের প্রতিবাদে মানববন্ধন

0
81

মোঃইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ- বীর মুক্তযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অফ অনার দেয়ার সময় রাষ্ট্রীয় ভাবে নারীদের (ইউএনও) না রাখার সুপারিশের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুন) বিকাল পাচটায় বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মহিলা পরিষদের সভানেত্রী দ্বিপালী রানী রায়, সাধারন সম্পাদক শিরিন নাহার ও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লাসহ মহিলা পরিষদের সদস্যরা।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা নারীদের অগ্রাধিকার চায়না, গার্ড অফ অনার দেওয়ার সময় নারীদের না রাখার সুপারিশে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রয়েছে। তাই তারা নারীদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।