পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে থাইল্যান্ড

0
87

এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের জন্য আবারও পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আজ বুধবার এই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রায়ুথ জানিয়েছেন, আগামী ১২০ দিনের মধ্যে থাইল্যান্ড পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তখন ভ্রমণের উদ্দেশে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন।

আর্থিক ব্যবস্থাপনা ও করোনার ঝুঁকি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বক্তব্যের একটি ভিডিও পাঠানো হয়েছে; যাতে এসব বিষয় নিয়ে কথা বলেছেন প্রায়ুথ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশজুড়ে ১০৫.৫ মিলিয়ন করোনার টিকাদান নিশ্চিত করা হবে। পরের বছর আরও মানুষকে টিকা দেওয়া হবে।