পর্যটকদের জন্য তাজমহল খুলছে আজ

0
94

তাজমহলসহ ভারতের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য খুলছে আজ বুধবার। তবে এগুলোতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। একসঙ্গে কেবল ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে।

বুধবার (১৬ জুন) এসব জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, স্থাপনাগুলো আবার খুলে দেওয়া সংক্রান্ত একটি আদেশে সই করেছেন ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। তাজমহল, লাল কেল্লা এবং অজন্তা গুহাসহ ভারত সরকার কর্তৃক সুরক্ষিত সমস্ত স্মৃতিসৌধ এবং জাদুঘর করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন বন্ধ ছিল।