বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

0
92

বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার উন্নয়ন ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। ২০২১-২০২৫ সাল পর্যন্ত এই ঋণ সহযোগিতা দেবে দেশটি।

আজ মঙ্গলবার ( ১৫ জুন) ঢাকাস্থ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এদিন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিনের সঙ্গে ওডিএ প্রকল্প পর্যালোচনা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকে ৭০০ মিলিয়ন ডলার ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল গ্রহীতা হিসেবে দ্বিতীয় বৃহত্তম দেশ। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়াতে নলেজ শেয়ারিং প্রোগ্রামে (কেএসপি) জোর দেয়া হয়।

১৯৯১ সাল থেকে কোইকার মাধ্যমে কোরিয়া ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) ঋণ এবং ১৭২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এই অর্থ জনপ্রশাসন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা, পরিবহন, আইসিটি, পানি ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় করা হয়েছে।