মাগুরায় আট দিন পর যুবকের মস্তকবিহীন লাশের মাথা ও পা উদ্ধার

0
89

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের কালুকান্দি গ্রামে গত ৬ জুন একটি পুকুর থেকে আজিজুর রহমান নামে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় একটি মামলা করে নিহত আজিজুর রহমানের পরিবার। ওই মামলার এক আসামিকে সোমবার (১৪ জুন) যশোরের শার্শা থেকে আটক করে র‌্যাব। আসামির জবানবন্দিতে লাশের খন্ডিতাংশ মাথা ও একটি পা উদ্ধার করা হয়।

আট দিন পর সোমবার রাতে মাগুরা সদরের জগদল ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের একটি কালভার্টের নিচ থেকে পা উদ্ধার করা হয়। কালভার্ট থেকে কয়েক গজ দূরে একটি পাটক্ষেত থেকে মাথা উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের মামলাটি ছায়া তদন্ত করে র‍্যাব-৬।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা মাথা ও পা উদ্ধার করতে সক্ষম হয়।