ইসলামিক স্কলার আদনানের সন্ধান চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

0
142

দেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (১৪ জুন) সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ঢাকা থেকে বৃহস্পতিবার নিখোঁজ হন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী। তাদের অবস্থান শনাক্ত করতে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। যদি তারা রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে দ্রুত মুক্তি দিতে হবে।

এদিকে, ক্রিকেটার থেকে ইসলামী বক্তা হওয়া ৩১ বছর বয়সী আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যপক জল্পনা-কল্পনা চলছে রংপুরে। পুলিশ সুত্রে জানা গেছে, আদনান্দের গাড়ি চালক আমির উদ্দিন, সঙ্গী আব্দু মুহিত ও মোহাম্মদ ফিরোজও নিখোঁজ রয়েছেন তার সাথে। ওই রাতের পর থেকে তাদের ফোনও সচল পাওয়া যাচ্ছে না।

রংপুর কোতোয়ালি থানায় ১০ জুন এই ঘটনায় জিডি করেছেন আদনানের মা আজেদা বেগম।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আদনানের সর্বশেষ মোবাইল খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেখান থেকে তদন্ত শুরু হলে, ভালো হত।