আড়িয়ালবিলের মাটি সিন্ডিকেটের এক সদস্যকে জরিমানা

0
100

আরিফুল ইসলাম শ্যামল: আড়িয়ালবিলে ভ্রাম্যমাণ অভিযান পরিচানা করে আবুল হোসেন (৩৭) নামে মাটি সিন্ডিকেটের এক সদস্যকে আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নির্দেশে আড়িয়ালবিল সংলগ্ন আলমপুর খালে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ। অবৈধভাবে বিলের কৃষি জমির মাটি কেটে নিয়ে বিক্রি করার অপরাধে মাটি ভর্তি একটি বাল্কহেড আটক করা হয়। এসময় অবৈধ মাটি ব্যবসায়ী আবুল হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্রমতে জানা গেছে, এর আগে গত ১ মার্চ ও ৩ মার্চ কয়েকটি দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে আড়িয়ালবিলে মাটি সিন্ডিকেটের কোটি টাকার বাণিজ্য শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এরই ধারাবাহিকতায় আড়িয়ালবিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র সিনিয়র এএসপি মো. আবু সালেহ ও র‌্যাব সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।