অ্যানফিল্ডে বার্নলি কাছে লিভারপুলের হার

0
85

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের কপালই পুড়েছে। শেষ পাঁচ ম্যাচে জয়ের খেলা পায়নি দলটি। তিনটি ড্রয়ের পাশাপাশি হেরেছে দুটিতেই। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে পুচকে বার্নলির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে জার্গেন ক্লপের শিষ্যরা। পেনাল্টি কিক থেকে ম্যাচ নির্ধারণী একমাত্র গোলটি করেন অ্যাশলে বার্নস।

গত ম্যাচগুলোতে জয়ের দেখা না পাওয়া লিভারপুল বার্নলি হারাতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। অ্যানফিল্ডে খেলতে নেমে দেখা যায় তাদের একচ্ছত্র আক্রমণ। বল দখলের বিচারে পুচকে দলটি স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছিল না। তবে প্রথমার্ধের শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সাদিও মানের পাসে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান পোপ। এরপর বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামার চার মিনিট পরই গোল পেতে পারতেন সালাহ। জর্জিনিয়ো ভেইনালডামের পাস ডি-বক্সে খুঁজে নেয় মিশরের এই ফরোয়ার্ডকে। কিন্তু তার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান পোপ।

আর ৮৩তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। স্পট কিকে বার্নলির জয়সূচক গোলটি করেন বার্নস। তাকে লিভারপুল গোলরক্ষক আলিসন ফাউল করলে পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।

এ জয়ের ফলে ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বার্নলি। রয়েছে ১৬তম স্থানে। এদিকে ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট গড়া লিভারপুল রয়েছে চার নম্বরেই। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।