দেশবাসীকে ঘরে থাকার আহ্বান খালেদা জিয়ার

0
272

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় একটু কষ্ট হলেও দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার রাতে গুলশানে বেগম জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সেখান থেকে বেরিয়ে আসার পর দলীয় প্রধানের এই বার্তা সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাত হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।’

শর্তসাপেক্ষে সরকারের দেয়া ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের তার সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাত।

শুভেচ্ছা বিনিময়কালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির নেতাদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।