কুষ্টিয়া

কুষ্টিয়ায় সংকল্প যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মানবতার জয় হোক’ প্রতিপাদ্যকে সামনে নেখে শীতার্ত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়ায় কম্বল বিতরণ করেছে সংকল্প যুব সংগঠন স্বেচ্ছাসেবীরা।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া পৌর ৭ নং ওয়ার্ডের কালিশংকরপুর এলাকায় অসহায় শীতার্ত মাাানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও ক্লিন কুষ্টিয়া” গ্রীন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক আব্দুল মঈদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া রোটারি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, সমাজ সেবক শাহারিয়া শাফায়েত, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লেবু প্রমূখ৷ এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সংকল্প যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সঞ্চালনা করেন সংকল্প যুব সংগঠনের সদস্য আলমগীর হোসেন।

সংকল্প যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দু শতাধিক দরিদ্র শীতার্ত দিনমজুর, পথচারী ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এতে শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

এসময় জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল বলেন, কনকনে শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সত্যিই একটি মহৎ উদ্যোগ।শীত শুধু একটি ঋতু নয়, অনেক অসহায় মানুষের জন্য এটি কষ্টের আরেক নাম। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুরদের জন্য শীতকাল অত্যন্ত কষ্টকর। আজকের এই কম্বল বিতরণ হয়তো তাদের সব কষ্ট দূর করতে পারবে না, কিন্তু সামান্য উষ্ণতা ও ভালোবাসা দিতে পারবে, এই বিশ্বাস থেকে সংকল্প যুব সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যকে আহব্বান জানিয়ে বলেন, আপনারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। রাজনীতি হোক বা সামাজিক কাজ-মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল পরিচয় হওয়া উচিত। আসুন, আমরা সবাই মিলেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সহায়ক হই।

এই বিভাগের আরও সংবাদ