স্থানীয় সমস্যা সমাধানে কমিউনিটিকে গুরুত্ব দেয়ার আহ্বান: তাসলিমা আখতার


আজ ১১ জানুয়ারী ২০২৬, বিকেল ৪ টায়, নিউ ইস্কাটনের আব্দুল মজিদ পার্কে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে গণসংহতি আন্দোলন, হাতিরঝিল থানা শাখা। হাতিরঝিল থানা শাখার সমন্বয়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়ক হামিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে মাথাল মার্কার প্রার্থী।
সভায় স্থানীয়রা নিউ ইস্কাটন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। স্থানীয়রা বলেন, “এখন বসত বাড়িতে গ্যাসের সমস্যা সবচেয়ে প্রকট হয়ে দেখা দিয়েছে, সিলিন্ডার গ্যাসের মূল্যাবৃদ্ধিতে সকলে কঠিন সময় পার করছেন। একইসাথে নিউ ইস্কাটন সংলগ্ন হাতিরঝিলের অপরিষ্কার পানহর কারণে এ অঞ্চলে দূর্বিষহ মশার উৎপাত আছে। অনেকে স্থানীয়ভাবে একটা ভয়ের সংস্কৃতি বজায় আছে বলেও জানান অনেকে।”
প্রধান অতিথির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, “নিউ ইস্কাটন ঢাকার অন্যান্য এলাকার মতো কোন পরিকল্পনা নিয়ে গড়ে উঠেনি৷ফলে এই এলাকারও অনেক সমস্যা রয়েছে। আমাদের সকলের সম্মিলিতভাবেই এর সমাধানে কাজ করতে হবে। প্রত্যেকটা এলাকার নাগরিকদের নিয়ে স্থানীয়ভাবে সিটিজেন কাউন্সিল গঠন করা দরকার, যাতে স্থানীয়ভাবে সমস্যার সমাধানে কাজ করা যায়। একইসাথে জুলাই অভ্যুথানের মানুষ যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করছেন সেই সমাজ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হবার আহৃবান জানাই।”



