এলপি গ্যাসের নামে জনগণের ওপর অর্থনৈতিক সন্ত্রাস চলতে দেওয়া হবে না : ডাঃ ইরান


সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা হলেও তা খোলা বাজারে ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাসা-বাড়িতে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর লেবার পার্টির আহ্বায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ১৩০৬ টাকার এলপি গ্যাস ২৫০০ টাকায় বিক্রি হওয়া মানে জনগণের ওপর সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস চালানো। এটি কেবল মূল্যবৃদ্ধি নয়, এটি একটি সংগঠিত লুটপাট। গ্যাস সংকটের নামে বাসাবাড়িতে সরবরাহ কমিয়ে মানুষকে জোরপূর্বক এলপি গ্যাস কিনতে বাধ্য করা হচ্ছে। এই প্রতারণা আর সহ্য করা হবে না।
তিনি বলেন, এলপি গ্যাসের বাজার একটি শক্তিশালী সিন্ডিকেটের দখলে চলে গেছে, আর সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জনগণের রান্নাঘরের আগুন নিভে যাচ্ছে, অথচ মুনাফালোভীরা মুনাফা দিয়ে পাহাড় গড়ছে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন,
জ্বালানি খাতে এই নৈরাজ্য সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারের চরম লঙ্ঘন। রান্নার গ্যাস আজ বিলাসপণ্যে পরিণত হয়েছে। নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। দাবি আদায়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে এস এম ইউসুফ আলী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে এলপি গ্যাস নির্ভর করার নীতি আমরা প্রত্যাখ্যান করি। অবিলম্বে বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন অনিবার্য।
কর্মসূচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা-১ আসনের প্রার্থী শেখ মোঃ আলী, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, ঢাকা মহানগর সদস্য মোঃ এনামুল হক, ডেমরা থানা সেক্রেটারি মোঃ রাজু বেপারী ও যাত্রাবাড়ী থানার সদস্য শফিকুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম।
নেতৃবৃন্দ দাবি আদায়ে নিম্নোক্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন :
১. ১১ থেকে ১৫ জানুয়ারি রাজধানীর থানায় থানায় মানববন্ধন।
২. ১৬ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিদপ্তরে স্মারকলিপি পেশ।
৩. ১৮ জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা।



