কুষ্টিয়া

জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরুপে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্যাডে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত এ তথ্য জানা যায়। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন, নির্বাচনী এলাকা ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহাস্মেদ বাচ্চু মোল্লা। নির্বাচনী এলাকা ৭৬ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। নির্বাচনী এলাকা ৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকার। নির্বাচনী এলাকা ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

চুড়ান্ত মনোনয়নের ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এর আগে গত ৩ নভেম্বর দল থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিলো কেন্দ্রীয় বোর্ড। সে সময় দল থেকে বলা হয়েছিলো চুড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। আমরা চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে কাজ করার। আপনারা জানেন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে কুষ্টিয়ার ৪টি আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তলন করেছেন। তবে ইতিমধ্যে জানতে পেরেছি সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ৪টি আসনে দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির পদধারী বা সাবেক নেতারা সতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের বিষয়ে মন্তব্য জানিয়ে কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, সকলে গনতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। সকলের একটা আশা থাকে নেতৃত্ব দেওয়ার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, দলের ত্যাগী নেতারা ধানের শীষের বাইরে যাবেন না। তবে যারা মনোনয়ন ফরম উত্তলন করেছেন, আমার বিশ্বাস তারা শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিবেন না। আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে কাজ করবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারনা শুরু হলে আমাদের কার্যক্রম জোরদার করতে মাঠপর্যায়ে সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে। কুষ্টিয়ার চারটি আসনেই শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া হয়েছে। জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচনে ভালো ফল আশা করছি।

চুড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হলে প্রার্থীদের সাথে মুঠোফোনে কথা হলে, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী রেজা আহামেদ বাচ্চু মোল্লা চুড়ান্ত মনোনয়ন পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।

কুষ্টিয়া-২ আসনের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার সকলকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছি। আমি বিশ্বাস করি, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের তারা কখনো ধানের শীষের বিরোধীতা করবে না। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

এছাড়া, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে চুড়ান্ত ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মান রাখতে এই আসনটিতে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে। তিনি বলেন, গত ৩ নভেম্বর দল থেকে সংসদীয় আসনে সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়। অনেকের মধ্যে বিরূপ মন্ত্যব ছিলো। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চাই৷ সে লক্ষ্যে সব কিছু ব্যাতিরেখে বিএনপি ও অঙ্গ সংগঠনকে পুনর্গঠনে কাজ করেছি। এই আসনটি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি দলের প্রতিটি নেতাকর্মীই এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ইনশাআল্লাহ।

এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বেশ কয়েকবার এই আসনটিতে জনপ্রতিনিধিত্ব করেছি। এবারের নির্বাচনে দল থেকে চুড়ান্ত মনোনয়ন প্রকাশ করায় সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া দলের সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহব্বান জানান তিনি। তফসিলের নিয়ম অনুযায়ী প্রচারানা শুরু হলে জনগণের দৌড় গোড়ায় ধানের শীষের বার্তা নিয়ে নেতাকর্মীরা পৌছে যাবে এবং জনগণের সমর্থনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ