কুষ্টিয়া

কুষ্টিয়ায় ৪টি আসনে চূড়ান্ত মনোনয়ন যাচাই-বাছাইয়ে ২৭ প্রার্থী বৈধ ও ৬ প্রার্থী বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ইকবাল হোসেন জানান, জেলার ৪টি সংসদীয় আসনে ২৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কুষ্টিয়া-১ আসনে ৮ জনের মধ্যে ৬ জন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল, কুষ্টিয়া-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ও ১জনের মনোনয়ন বাতিল, কুষ্টিয়া-৩ আসনে ৭ জনের মধ্যে প্রত্যেকের মনোনয়ন বৈধ, কুষ্টিয়া-৪ আসনে ১০ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইকবাল হোসেন জানিয়েছেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যেসকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি ছিলো, তদন্তের মাধ্যমে দশজন দৈবচয়ন পদ্ধতিতে ভোটারের তালিকা, সেখানে যে সত্যতা সেটা পাওয়া যায়নি। আরপি আইন অনুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল করেছি। সতন্ত্র প্রার্থীরা ভোটার তালিকা দেওয়ার সুযোগ পাবে কি না, প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, আমার এখানে ইতিমধ্যে যেটা প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে আমার এখানে, আমার কাছে আর সুযোগ নেই। তবে আপিলের সুযোগ আছে, তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবে। সাংবাদিকের প্রশ্ন’ অনেক প্রার্থী হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছে, তার থেকে বেশি তারতম্য আছে, তাদের বিষয়ে আরো সম্পদের তথ্য উঠে আসলে আরপি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটিকে আমাদের যে উর্দ্ধোতন কর্তৃপক্ষ আছে, আমরা অবশই পরবর্তীতে ভেবে দেখবো।

এদিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত মনোনয়নপত্রের তালিকা যাচাই-বাছাই তথ্য সূত্রে জানা গিয়েছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৬জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে বৈধপ্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত রেজা আহামেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বদিরুজ্জামান, গনঅধিকার পরিষদ (জিওপি) শাহাবুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত শাহরিয়ার জামিল।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ৭জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে বৈধপ্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত বাবুল আক্তার, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আরিফুজ্জামান, বাংলাদেশ কমিউনিন্ট পার্টি মনোনীত নুর উদ্দীন আহমেদ, খেলাফত মজলিস মনোনীত আব্দুল হামিদ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৭জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে বৈধপ্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রকৌশলী জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুফতি আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল্লাহ আকন্দ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মীর নাজমুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত রুমপা খাতুন, গনঅধিকার পরিষদ (জিওপি) শরিফুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত সিরাজুল ইসলাম।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ৭জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনটিতে বৈধপ্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আনোয়ার খান, বাংলাদেশ মাইনরিট জনতা পার্টি- বিএমজেপি মনোনীত তরুন কুমার ঘোষ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত আবু বক্কর সিদ্দিক, গনফোরাম মনোনীত অ্যাডভোকেট আব্দুল হাকিম মিঞা, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত শহিদুল ইসলাম।

এছাড়া কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দলীয় ও সতন্ত্র ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। তারা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত গিয়াস উদ্দিন। এ প্রার্থীর হলফনামা ও আয়কর দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনটিতে সতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে। জানা গিয়েছে, এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা সঠিক না থাকায় এই সতন্ত্র প্রার্থীর মনোনয়নটি বাতিল করা হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে সতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নে, এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা সঠিক না থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে কুমারখালি উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক সতন্ত্র প্রার্থী ছিলেন, এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা সঠিক না থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু আয়কর রিটার্নের কপি ও এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা সঠিক না থাকায় মনোনয়নটি বাতিল করা হয়েছে। এদিকে বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) মনোনীত খাইরুল ইসলামের সরকারি চাকরি হতে অবসর গমনের পর তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তথ্য সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন বাতিল হওয়ায় ছয় প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী আপিলের ঘোষণা দেন। তারা হলেন, কুষ্টিয়া-১ আসনের সতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ও কুষ্টিয়া-৪ আসনে সতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

এই বিভাগের আরও সংবাদ