কুবিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের “হাউস অব ডিবেট” আবারও ফিরে এলো নতুন উদ্যমে


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের “হাউস অব ডিবেট” দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও ফিরে এসেছে তাদের নিয়মিত কার্যক্রমে।
নতুন করে শুরু হওয়া এই যাত্রায় ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে দুটি ওয়ার্কশপ ও একটি প্রদর্শনী বিতর্ক, যা হলের বিতর্কচর্চায় নতুন প্রাণ সঞ্চার করেছে বলে ভাবছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
প্রথম দুইটি ওয়ার্কশপে নবীন ও অভিজ্ঞ বিতার্কিকরা একসাথে শিখেছেন যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্যের কাঠামো ও দলগতভাবে চিন্তা করার ধরণ। এর ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত প্রদর্শনী বিতর্ক, যার বিষয় ছিলো “এই সংসদ (কুবি) মনে করে, হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী আবাসিক শিক্ষার্থী হতে হবে।”
প্রদর্শনী বিতর্ক চলাকালে পুরো হলে আবারও ফিরে আসে সেই চেনা উত্তেজনা— করতালি, হাসি, যুক্তি আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অংশগ্রহণকারীরা জানান, এটি শুধু একটি ইভেন্ট নয়, বরং পুনরায় জেগে ওঠা এক ঐতিহ্যের প্রতীক।
“হাউস অব ডিবেট” কমিটির সদস্যরা জানান, নিয়মিত কর্মসূচির মধ্য দিয়ে তারা আবারও বিতর্কচর্চাকে সক্রিয় করে তুলতে চান। তাদের বিশ্বাস— শব্দই শক্তি, যুক্তিই পথপ্রদর্শক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় হল গুলোর বিতর্ক চর্চায় বিশেষ মনোনিবেশ করা হয়। সিওইউডিএস অতি শীগ্রই আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে, এই লক্ষ্যে হলগুলো তে ধারাবাহিক ভাবে বিতর্ক কর্মশালা আয়োজন করা হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে হলে বিতর্ক চর্চা মুখর থাকবে বলেই আশাবাদী।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মো: আজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন ধরেই হলের ডিবেট বন্ধ ছিলো। ডিবেট সোসাইটির দায়িত্ব প্রাপ্ত কয়েক জনের সাথে বার বার কথা বলার পর ও তাদের দৃশ্যমান কোন পদক্ষেপ না পেয়ে পরে আমরা হলের কয়েক জন ডিবেট আগ্রহী কে নিয়ে শুরু করি ডিবেট ওয়ারকশপ পরে আমারা উদ্যোগ নিলে তারা সাড়া দেয় । হলের মধ্যে আসলে ডিবেট, প্রেয়ার রুম, ইন্ডোর স্পোর্টস কালচার এগুলার খুব দরকার। এতে সিনিয়র জুনিয়র সুস্থ বন্ডিং যেমন দৃঢ় হয় তেমনি নিজের এক্ট্রা কারিকুলাম এক্টিভিটিস, স্কিল গুলো ও বারে। ইতিমধ্যে আমরা বিজয় ২৪ হলের কিছু ডিবেটর দের সাথে মিলেও সেশন করেছি। আমরা চাই আবার আন্ত:হল ডিবেট কালচার ফিরে আসুক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এর জন্য আমি মনে করি ডিবেটিং সোসাইটির সেন্ট্রাল কমিটি তে যারা আছেন তারা দায়িত্ব ভাগ করে অন্য হল গুলো তেও উদ্যোগ নেন, হল গুলায় কমিটি দিন, ওয়ারকশপ করেন, অন্যথায় ডিবেট হারিয়ে যাবে । আমাদের ছোট ছোট উদ্যোগ গুলোই এক সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াবে কিছু মেধা তৈরির মাধ্যমে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মো. নাজমুল হাসান ফাহিম বলেন, ‘ ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশে হলভিত্তিক সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দলগত চেতনা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো সেই প্রাণবন্ত হল-সংস্কৃতি গড়ে ওঠেনি; কার্যক্রম সীমিত কিছু ক্লাব ও একাডেমিক আয়োজনের মধ্যে আটকে আছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে গঠিত বিতর্ক সংগঠন “House of Debate” আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। বিতর্ক এমন একটি মাধ্যম, যা শিক্ষার্থীদের যুক্তিবোধ sharpen করে, অন্যের মতামতকে সম্মান করতে শেখায় এবং সঠিক মানসিক বিকাশে সহায়তা করে। আশা করা যায়, এই উদ্যোগ হলে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনবে, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে অন্যান্য হলগুলোকেও নিজস্ব সাংস্কৃতিক কার্যক্রম শুরু করার অনুপ্রেরণা জোগাবে।’



