আন্তর্জাতিক

চলতি বছর শেষের আগে ভারত সফর করবেন পুতিন

২০২৫ সাল শেষের আগেই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, যা এই বছরের শেষের আগে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি এটি একটি অর্থবহ সফর হবে।’

রাশিয়া ও ভারতের শ্রম সংশ্লিষ্ট চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পর্কে পেসকভ বলেন, ‘যে সমস্ত চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে, আমরা যথাসময়ে তা ঘোষণা করব।’

ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ডিসেম্বরে আসন্ন রাশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের জন্য নথি প্রস্তুত করা হচ্ছে। এই চুক্তির ফলে আগামী বছরগুলোতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ