রাজনীতি
রমনায় চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণে গণসংহতি আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ


আজ ৮ নভেম্বর ২০২৫ শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে ঢাকার রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, চার্চে শনিবার দিন একটি অনুষ্ঠানে অতিথি সমাগমের ঠিক আগে শুক্রবার রাতে এধরনের হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে এই ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহবান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে সারা দেশে নিরাপত্তা জোরদারে ও যেকোনো ধরনের স্থিতিশীলতা বিনষ্টকারী তৎপরতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।



