দিনাজপুর

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।

৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয় বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে। বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পৌর বিএনপির সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা’র সভাপতিত্বে বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ধানের শীষ প্রতিকের ঘোসনাকৃত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি জাতির স্বাধীনতা, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা মশিউর রহমান, আব্দুল কাদের, মমতাজুল করিম সাজু, জাকির হোসেন, সিদ্দিক হোসেন, আরিফ মাসুম পল্লব, যুবদল তানভির চৌধুরী, জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা কৃষক দল সভাপতি ফজলে আলম শাহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই বিভাগের আরও সংবাদ