টাঙ্গাইল

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।

উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এস.এম.এ খালিদ ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি বাদলুর রহমান খান বাদল, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের আজীবন সদস্য অধ্যাপক ডা. শাহআলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল। এই দিনটি শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, বরং জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে পদার্পণ করে,পুনরায় বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও জাতীয় চেতনার বিকাশ ঘটে।

এই বিভাগের আরও সংবাদ