বিনোদন

বুবলীর রাজকীয় লুকে মাতোয়ারা ভক্তরা

ঢালিউডের স্টাইল আইকন চিত্রনায়িকা শবনম বুবলী আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। শুধু সিনেমা বা শাকিব খান ইস্যু নয়, এবার তিনি ভক্তদের মন জয় করেছেন তার রাজকীয় ও ফ্যাশনেবল লুক দিয়ে।

ফটোশুটে বুবলীর ভঙ্গি ও অভিব্যক্তি সমানভাবে নজর কাড়ছে। ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, আর স্টিয়ারিংয়ে হাত রাখা আত্মবিশ্বাসী ভঙ্গি-সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমার দৃশ্য উপস্থাপন করেছেন তিনি।

বুবলীর এই লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো গাউন তৈরি করেছে একটি এলিগ্যান্ট কনট্রাস্ট। তার মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল আরও একটি স্টাইল স্টেটমেন্ট হিসেবে কাজ করছে।

ফটোশুটের ক্যাপশনেও উঠে এসেছে তার আত্মবিশ্বাস ও গ্ল্যামার। লিখেছেন, বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বুবলীর নতুন পোস্টে দ্রুতই হাজার হাজার লাইক ও মন্তব্য এসেছে। একজন ভক্ত লিখেছেন, এই লুক একেবারে কুইনের মতো! আবার কেউ বলেছেন, এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।

এই বিভাগের আরও সংবাদ