শেরপুরে দুই উপজেলা ও এক পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা


আরফান আলী, শেরপুর:শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৫ নভেম্বর বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট।
ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এসএম সোহান। আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ করেন।
এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



